Naya Diganta

সেমিকন্ডাক্টর খাতে চীনের সঙ্কট কাটেনি

চীনের অন্যতম কোম্পানি এসএমআইসি কয়েক মাস ধরে উন্নত চিপ তৈরি করছে। তবে এর পরও সেমিকন্ডাক্টর খাতে স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে চীনের সামনে বড় বাধা রয়েছে বলে মনে করছেন প্রযুক্তিবিশ্লেষকরা। উন্নত প্রযুক্তি ও যন্ত্রাংশ রফতানিতে নিষেধাজ্ঞা থাকায় দুটি বড় সঙ্কটের মধ্যে রয়েছে চীন। বিশেষ করে উন্নত চিপ তৈরিতে পুরনো যন্ত্রাংশ এসব সঙ্কট তৈরির প্রধান কারণ। প্রথমত চিপ তৈরিতে পুরোনো যন্ত্রাংশ ব্যবহারের কারণে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, কার্যকর চিপ তৈরি ও গ্রাহকের কাছে বিক্রি করা। পুরনো যন্ত্রাংশের কারণে অধিকাংশ চিপ গ্রাহক চাহিদা অনুযায়ী কাজ করতে পারবেন না। যার পরিপ্রেক্ষিতে চিপ অবিক্রীত অবস্থায় পড়ে থাকবে। ফাইভ ও সেভেন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে তৈরি চিপের জন্য টিএসএমসির তুলনায় এসএমআইসিকে ৪০-৫০ শতাংশ বেশি দাম নির্ধারণ করতে হবে। সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনের দিক থেকে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিশ্বে পরিচিত। কোম্পানিটি অ্যাপল থেকে শুরু করে এনভিডিয়ার জন্য চিপ তৈরি করে থাকে। এই পরিস্থিতিতে চিপের কার্যক্ষমতা ও গ্রাহক চাহিদার বর্তমান সমস্যা হয়তো বিনিয়োগের মাধ্যমে সমাধান করবে এসএমআইসি। কেননা এটি চীনের জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এসএমআইসি বর্তমানে হুয়াওয়ের জন্য ফাইভ ন্যানোমিটার প্রযুক্তি চিপ তৈরিতে নতুন কারখানা স্থাপন করছে।