Naya Diganta

বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু

বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু

আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হয়েছে কওমি মাদরাসাভিত্তিক দেশের সর্ববৃহৎ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা চলে সারা দেশের অন্তত দুই হাজার ৫৮টি কেন্দ্রে। এই পরীক্ষা শেষ হবে ২০ ফেব্রুয়ারি।

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় এবার মোট ছয় স্তরের তিন লাখ ২৫ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৭২৩ জন ছাত্র এবং এক লাখ ৯০ হাজার ৬০১ জন ছাত্রী। পরীক্ষায় আট হাজার ৫৫ জন নেগরান (হল পরিদর্শক) এবং পাঁচ হাজার ৫১ জন মুমতাহিন (পরীক্ষক) দায়িত্ব পালন করছেন।

গণমাধ্যমে পাঠানো বেফাকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত বছরের মতো এ বছরও প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার কিছু সময় আগে কেন্দ্রীয় পরীক্ষা পর্যবেক্ষণ কমিটির তত্ত্বাবধানে সারা দেশের সব কেন্দ্রে অনলাইনে প্রশ্নপত্র পাঠানো হবে। এরপর তা প্রিন্ট করে পরীক্ষার্থীদের হাতে দেয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে বেফাক বোর্ডের অধীনে অনুষ্ঠিত ছয় স্তরের পরীক্ষায় মোট অংশ নেয় দুই লাখ ৮২ হাজার ৯২৬ জন। চলতি বছর বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৩৯৮ জন বেশি।