Naya Diganta

এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

গুয়াতেমালার একটি আদালত ২০০৮ সালে ১৫ জন নিকারাগুয়ান এবং এক ডাচ নাগরিককে হত্যার দায়ে সোমবার আসামি এক মাদক সম্রাটকে ৮০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।

হত্যাকাণ্ডে অংশ নেয়া আসামি রিগোবার্তো দানিলো মোরালেসের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন আদালত।

২০১৬ সালে আরেকজন কথিত মাদক সম্রাট মারভিন মন্টিয়েল মারিনকেও ধারাবাহিক খুনের দায়ে দীর্ঘ কারাদণ্ডের সাজা দেয়া হয়।

আদালত বলেছেন, মোরালেসকে প্রতিটি হত্যার জন্য ৫০ বছর এবং অপরাধী কার্যক্রম পরিচালনার জন্য আরো আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

দীর্ঘ সাজা সত্ত্বেও গুয়াতেমালার আইন অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে মূলত ৫০ বছরের বেশি কারাভোগ করতে হয় না।

৩৭ বছর বয়সী মোরালেস ১৩ বছর পলাতক থাকার পর ২০২২ সালে গ্রেফতার হন। সেপ্টেম্বরে তার বিচার শুরু হয়।
সূত্র : এএফপি