Naya Diganta

নেতানিয়াহুর সমালোচনা করলেন জাতিসঙ্ঘ মহাসচিব

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে প্রত্যাখ্যান করায় সমালোচনা করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোববার (২১ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত জি৭৭ এর বৈঠকে তিনি নেতানিয়াহুর সমালোচনা করেন।

এদিকে, ইসরাইলের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের সাথে অনেক ফিলিস্তিনি যোগ দিয়েছে। তাছাড়া গাজার যে টানেল তাও আমাদের ধারণার চেয়ে অনেক বড়। ফলে যুদ্ধ শেষ হতে আরো অনেক সময় লাগবে।

অপরদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২৫ হাজার ১০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬২ হাজার ৬৮১ ফিলিস্তিনি।

সূত্র : আল জাজিরা