Naya Diganta

তারকারা কে জিতলেন, কে হারলেন

তারকারা কে জিতলেন, কে হারলেন

এবারের নির্বাচনে শিল্প, বিনোদন, ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন তারকা প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।

ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা থেকে নির্বাচন করেছেন এবং বিজয়ী হয়েছেন। মাশরাফী বিন মোর্ত্তজা দ্বিতীয়বারের মতো নড়াইল থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে।

অভিনেতা আসাদুজ্জামান নূর নীলফামারী থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। ২০০১ সাল থেকে আওয়ামী লীগের সাংসদ থাকা এই অভিনেতা এ নিয়ে পঞ্চমবারের মত নির্বাচিত হলেন।

মানিকগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী সঙ্গীতশিল্পী মমতাজ বেগম হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। বেসরকারি হিসেবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হয়েছেন তিনবার সংসদ সদস্য থাকা মমতাজ বেগম।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ঢাকার একটি আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং জিতেছেন। তবে চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরেছেন।