Naya Diganta

ঢাকার অর্ধেক ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ : ডিএমপি কমিশনার

গণমাধ্যমের সাথে কথা বলছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

রাজধানীর যেসব ভোটকেন্দ্র রয়েছে তার অর্ধেকই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (১ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ২ হাজার ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করে ডিএমপি নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছে।

ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার বলেও দাবি করেন তিনি।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি পুরোদমে চলছে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, ভোটকেন্দ্রের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার সদস্য এবং কেন্দ্রের বাইরে টহল দল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

সূত্র : ইউএনবি