Naya Diganta

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, এই সংখ্যা বাড়তে পারে বলে সতর্কবার্তা রয়েছে।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

রাজধানী ডোডোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে কাটেশ শহরে শনিবার প্রবল বৃষ্টিপাত হয় বলে জানিয়েছেন জেলা কমিশনার জেনেথ মায়াঞ্জা।

উত্তর তানজানিয়ার মানিয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার কুইন সেন্ডিগা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা ৪৭ ও আহত ৮৫ জনে পৌঁছেছে।’

উভয়েই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন।

জেনেথ মায়াঞ্জা আরো বলেন, ওই এলাকার অনেক রাস্তা কাদা, পানি এবং ভেঙে পড়া গাছ ও পাথরে অবরুদ্ধ হয়ে পড়েছে।

তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান কপ-২৮ জলবায়ু সম্মেলনের জন্য দুবাইতে অবস্থান করছেন। তিনি লোকজন উদ্ধারে আরো সরকারি প্রচেষ্টা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

তানজানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইনে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এই ঘটনাটি দেখে খুবই মর্মাহত।’
সূত্র : আল-জাজিরা