Naya Diganta

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

ওশেনিয়া মহাদেশের সার্বভৌম দেশ ভানুয়াতুর উত্তরাঞ্চলে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই কথা জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটের দিকে রাজধানী পোর্ট ভিলার প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে।

ভানুয়াতুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মুখপাত্র জানান, সেখানে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, এটি একটি শক্তিশালী ভূমিকম্প। তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : এএফপি