Naya Diganta

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৩৯, গণিত

সুপ্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনী- ২.১’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
নিচের উদ্দীপক থেকে ৩১-৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৪০ টাকায় ১০ টি দরে কলা ক্রয় করে ঐ টাকায় ৫টি করে বিক্রয় করা হলো।
৩১। ১০০ টাকায় কয়টি কলা ক্রয় করা যাবে?
(ক) ২০ টি (খ) ২৫ টি (গ) ১৫টি (ঘ) ৩০টি
৩২। প্রতি ডজন কলায় লাভ কত?
(ক) ৩২ টাকা (খ) ৪০ টাকা
(গ) ৪৮ টাকা (ঘ) ৫০ টাকা
৩৩। উদ্দীপকে শতকরা লাভ কত?
(ক) ৫৫% (খ) ৪০% (গ) ৩২% (ঘ) ১০০%
নিচের উদ্দীপক থেকে ৩৪-৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কামাল সাহেব ১০% মুনাফায় ২৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন।
৩৪। ৫ বছরের জন্য সরল মুনাফা কত হবে?
(ক) ১২০০ টাকা (খ) ১২৫০ টাকা
(গ) ১১৫০ টাকা (ঘ) ১১০০ টাকা
৩৫। ১ম বছরান্তে মুনাফা - আসল কত হবে?
(ক) ২৬৫০ টাকা (খ) ৩০০০ টাকা
(গ) ২৭৫০ টাকা (ঘ) ২৫৫০টাকা
৩৬। ২য় বছরান্তে মুনাফা - আসল কত হবে?
(ক) ২৫০০ টাকা (খ) ৩৫০০ টাকা
(গ) ৩২০০ টাকা (ঘ) ৩০০০টাকা
উত্তর : ৩১. খ, ৩২. গ, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. গ, ৩৬. ঘ।