Naya Diganta

সেরা টাইমিং হলো না ইমরানুরের

সেরা টাইমিং হলো না ইমরানুরের

পরশু রাতে হাঙ্গেরির বুদাপোস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিতে উঠা হলো না ইমরানুর রহমানের।

হিটের আগে প্রথম রাউন্ডে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন বাংলাদেশের এই অ্যাথলেট। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এই প্রথম বাংলাদেশের কোনো অ্যাথলেটের প্রথম রাউন্ডে প্রথম হওয়া।

এরপর সেমির আগে হিটে টাইমিংয়ে উন্নতি করেন যুক্তরাজ্য প্রবাসী এই স্প্রিন্টার। সময় নেন ১০.৪১ সেকেন্ড। অবশ্য এতেও লাভ হয়নি। হিটে আট জনের মধ্যে সপ্তম হন তিনি। যে কারণে সেমিতে উঠা হলো না এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতা এই ক্রীড়াবিদ।

অথচ ইমরানুরের সেরা টাইমিং ছিল কয়দিন আগে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। যেখানে তিনি ১০.২৫ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েন। পরশু তার হিটে অংশ নিয়ে ১০.১৫ সেকেন্ড তৃতীয় হয়ে সেমিতে উঠেন ইতালির টোকিও অলিম্পিকে স্বর্ণ জয়ী মার্চেস জ্যাকবস।