Naya Diganta

টুইটারের আদলে 'থ্রেড' অ্যাপ আনছে মেটা

টুইটারের আদলে 'থ্রেড' অ্যাপ আনছে মেটা

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের আদলে এবার 'থ্রেড' অ্যাপ তৈরি করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার অ্যাপটি আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে। টুইটার ব্যবহারকারীরা এক দিনে কতগুলি টুইট পড়তে পারবেন, তার একটি অস্থায়ী সীমা নির্ধারণের ঘোষণার পর পরই মেটার 'থ্রেড' অ্যাপ চালু করার ঘোষণা করা হল।

জানা গেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই থ্রেড-এ লগইন করতে পারবেন ব্যবহারকারীরা। টুইটারের মতোই থ্রেড অ্যাপেও পোস্টে লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপ্লাই করা এবং শেয়ার করার সুযোগ রয়েছে।

ব্যবহারকারীর ছবি ছোট আকারে বৃত্তাকারভাবে দেখা যাবে এবং টুইটারের মতো নীল টিক রয়েছে এতে।
বিশ্লেষকেরা মনে করছেন, থ্রেড আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্ক একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন।
সূত্র : আজকল