Naya Diganta

আফগানিস্তানে নারীদের পরিচালিত ৫ হাজার কোম্পানি

আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্য ও শিল্পমন্ত্রী নুরউদ্দিন আজিজি বলেছেন, আফগানিস্তানে পাঁচ হাজার নিবন্ধিত কোম্পানি আনুষ্ঠানিকভাবে নারীদের দ্বারা পরিচালিত হচ্ছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘টোলোনিউজ’ এ কথা জানিয়েছে।

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, ‘দেশে নারীদের দ্বারা পরিচালিত ব্যবসায় আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। দেশে নারীদের দ্বারা পরিচালিত পাঁচ হাজার কোম্পানি রয়েছে।’

মিডিয়া আউটলেট অনুসারে, আজিজি সম্প্রতি দক্ষিণ হেলমান্দ প্রদেশে এই মন্তব্য করেছেন।

আজিজি বলেছেন, আফগানিস্তানে নারীরা প্রায় ৫০ হাজার কোম্পানি এবং সংস্থা অনানুষ্ঠানিকভাবে পরিচালনা করে।