Naya Diganta

চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী অসুস্থ

খ্যাতনামা চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরীর খুবই অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ জুন শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি হলে ২ জুন তাকে আইসিইউতে নেয়া হয়। আইসিইউ ইনচার্জ ডা: আমেনা জানান, এখন তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। যেভাবে তার অবস্থার উন্নতি হচ্ছে তাতে আশা করছি আগামী দু’একদিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা যাবে। শফি বিক্রমপুরীর দ্রুত রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে তার ছেলে মো: হাফিজুর রহমান হাফিজ সবার কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, শফি বিক্রমপুরী এ দেশের চলচ্চিত্র অঙ্গনের অত্যন্ত সফল এবং সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তার প্রযোজনা ও পরিচালনায় অনেক আলোচিত ও দর্শক নন্দিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মুক্তিযুদ্ধভিত্তিক ছবি অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ডাকু মনসুর , বাহাদুর ও রাজদুলারী এবং সমাজনির্ভর কাহিনীর ছবি সবুজসাথী, সকাল-সন্ধ্যা, মাটির কোলে , শশীপুন্নু , জজসাহেব, দেনমোহর ও অবুঝ মনের ভালোবাসা ইত্যাদি। এ ছাড়া একজন সমাজসেবক হিসেবে তিনি বিক্রমপুরে প্রতিষ্ঠা করেছেন নাসিমা শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চবিদ্যালয়, আল মদিনা জামে মসজিদ এবং নেত্রকোনায় পাঁচকাহনিয়া ফাতেমা আমীর আলী দারুল উলুম মাদরাসা এবং দশাল আশরাফুল উলুম হাফেজিয়া মাদরাসা।