Naya Diganta

ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে কিছু ন্যাটো দেশ

ন্যাটোর কিছু সদস্য দেশ ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে। এ সামরিক জোটটির সাবেক মহাসচিব অ্যান্ডার্স রাসমুসেন এ মন্তব্য করেছেন। রাসমুসেন বলেন, ‘ন্যাটোর অন্য সদস্যরা বা এ সামরিক জোটটি যদি ইউক্রেনকে নিরাপত্তার আশ্বাস না দেয়। তবে এ জোটটির কিছু সদস্য রাষ্ট্র ইউক্রেনে সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে পারে।’ গত বুধবার দ্য গার্ডিয়ান পত্রিকাকে এ বিষয়ে তথ্য দিয়েছেন ন্যাটোর সাবেক মহাসচিব অ্যান্ডার্স রাসমুসেন। তিনি এখন জেলেনস্কির উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি জানান, যদি ন্যাটো সামরিক জোট ইউক্রেনের জন্য একটি সুস্পষ্ট পথে এগিয়ে যেতে একমত হতে না পারে, তবে কিছু দেশ পৃথকভাবে পদক্ষেপ নেবে বলে মনে হচ্ছে। এ ধরনের একটি স্পষ্ট সম্ভাবনা রয়েছে।