Naya Diganta

ইনস্টাগ্রামে আসছে এআই চ্যাটবট

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করে দিয়েছে। স্ন্যাপচ্যাট প্রথমবারের মতো মাই এআই চ্যাটবট পরিষেবা চালু করে। ইনস্টাগ্রাম একটি চ্যাটবট নিয়ে কাজ করছে যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের জবাব ও পরামর্শ দেবে। ব্যবহারকারী ৩০টি ভিন্ন এআই পার্সোনালিটি শনাক্ত করতে পারবে, যারা তাকে ম্যাসেজ লিখতে সাহায্য করবে।
বর্তমানে এআই রাজত্ব চলছে সব জায়গায়। ইনস্টাগ্রামের নিয়ন্ত্রক কোম্পানি মেটার কাছে এআই সরঞ্জামাদি ব্যবহার করার নজির অসংখ্য। মে মাসে মেটা এআই স্যান্ডবক্সের ঘোষণা দেয়। পরিষেবাটি বিজ্ঞাপনদাতাদের জন্য বিকল্প সংস্করণের বিজ্ঞাপন তৈরিতে সহযোগিতা করে। একই সাথে রয়েছে ইমেজের ব্যাকগ্রাউন্ড তৈরি ও ইমেজ ক্রপ করার কাজ করে দেয়। মেটার ব্যানারেই এআই কোডিং টুল উন্মোচিত হয়, যার নাম কোডকমপোজ, যদিও এটি এখন সবার জন্য উন্মুক্ত নয়।