Naya Diganta

আত্মবিশ্বাসী মুশফিকের অনুপ্রেরণা দেশীয় পেসাররা

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট দলে দুই নতুন মুখের একজন মুশফিক হাসান। ঘরোয়া ক্রিকেটে সামর্থ্যের প্রমাণ রেখেই জাতীয় দলের সাদা জার্সি গায়ে চাপানোর খুব কাছে এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের মাত্র ৭ মাসের মাথায় জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। জাতীয় দলে ডাক পেয়ে বেশ উচ্ছ্বসিত অনুভব করছেন মুশফিক।

বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে আলাপকালে নিজের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানোর মতো না। এটার জন্যই এতো কষ্ট করা। অপেক্ষায় ছিলাম, আল্লাহ্‌ জাতীয় দলে সুযোগ করে দেবেন। সেটা হয়েছে।’

একটা সময় এদেশে ক্রিকেটে অনুসরণ করার মতো কেউ ছিল না, বিশেষ করে এক মাশরাফি ছাড়া পেস বিভাগে বলার মতো কোনো নামও ছিল না। তবে সময়ের সাথে তাসকিন, এবাদত, মোস্তাফিজরা হয়ে উঠেছেন তরুণদের উপমা। মুশফিকও বলছেন আদর্শ মানেন তাদের।

আজ মিরপুরে অনুশীলন শেষে মুশফিক বলেন, 'সত্যি কথা বলতে এখন বাংলাদেশের পেসারদের দেখেই অনেক কিছু শেখার আছে। উনারা অনেক পরিশ্রম করে। উনারা অনেক সাহায্য করতেছে, অনেক বেশি সহায়ক। আমি মনে করি সবমিলিয়ে আমি ভাগ্যবান। আমি যদি এখন কাউকে অনুসরণ করি সেটা বাংলাদেশেরই পেস বোলাররা।’

ঘরোয়া লিগে ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ থেকে ৪৯ উইকেট শিকার করে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। এবার জাতীয় দলেও ভালো করতে আত্মবিশ্বাসী মুশফিক। তিনি বলেন-‘আত্মবিশ্বাস না থাকলেতো এখানে আসতে পারতাম না। তাই না? প্রথম শ্রেণির ক্রিকেট, এনসিএল, বিসিএল যেভাবে খেলছিলাম, জাতীয় দলে সুযোগ পেলে সেভাবেই খেলব।'