Naya Diganta

আইন পরিবর্তনে অস্তিত্ব সঙ্কটে পড়বে ডিপ্লোমা ফার্মাসিস্টরা

ফার্মেসি আইন পরিবর্তনে অস্তিত্ব সঙ্কটে পড়বে ডিপ্লোমা ফার্মাসিস্টরা। আজ বুধবার খসড়া ফার্মেসি আইন-২০২৩ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে উঠার খবরে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ডিপ্লোমা ফার্মাসিস্টরা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদুর রহমান মুন্সী এবং প্রধান সমন্বয়কারী নাছির আহাম্মেদ রতন এক বিবৃতিতে বলেন, ‘ফার্মেসি অধ্যাদেশ, ১৯৭৬ অনুসারে ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ এবং চাকরি বিধিমালা অনুসারে কর্মপরিধি নির্ধারিত। এমতাবস্থায় ফার্মেসি আইন-২০২৩ এর ২, ৫ ও ৪৪ ধারা বাতিল অথবা সংশোধন না করে পাস করা হলে রাষ্ট্রীয় ওষুধ ব্যবস্থাপনায় নিয়োজিত ফার্মাসিস্টদের মাঝে হতাশা নেমে আসবে। পাশাপাশি প্রশাসনিক ও সামাজিকভাবে পেনশন ও পদবি সংক্রান্ত সমস্যার সৃষ্টি করবে।’ নেতৃদ্বয় বলেন, ‘ভারত ও পাকিস্তানসহ অন্যান্য দেশে ফার্মাসিস্টরা ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে সেবা দেয়, বাংলাদেশেও তাই। সরকার এখন গ্র্যাজুয়েটদের নিয়োগ দিতে চাচ্ছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু সরকারি বিধি অনুযায়ী আমরাও ফার্মাসিস্ট। এখন সংশোধনের মাধ্যমে আমাদের অবৈধ করা হলে সব মন্ত্রণালয়ের অধীনে থাকা ফার্মাসিস্টরা বিপদে পড়বে, আইনি জটিলতা শুরু হবে।’
নেতৃদ্বয় বলেন, স্বার্থান্বেষী একটি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতেই একতরফাভাবে এ আইন পাসের তোড়জোড় চলছে। এটি বাস্তবায়ন হলে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন হাজারসহ ১২ হাজার ডিপ্লোমাধারী ফার্মাসিস্ট বিপাকে পড়বেন। তারা ফার্মাসিস্ট পদ ব্যবহার করতে পারবেন না। সাথে পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও জটিলতার মুখে পড়তে হবে তাদের। সর্বোপরি পুরো বিষয়টি চরম মানবাধিকার পরিপন্থী। বিজ্ঞপ্তি।