Naya Diganta

টটেনহ্যামের কোচ বাংলাদেশেও এসেছিলেন

অ্যান্তোনিও কন্তের উত্তরসূরি হিসেবে আনজে পোস্তেকোগলুকে দায়িত্ব দিয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। এই পোস্তেকোগলু বাংলাদেশেও এসেছিলেন। তা ২০১৫ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচ হিসেবে। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ডাগআউটে দাঁড়ান তিনি। সে ম্যাচে সকারুজদের জয় ছিল ৪-০তে। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচ ছিলেন পোস্তেকোগলু। এই অভিজ্ঞ কোচকেই নিযুক্ত করল স্পাররা।