Naya Diganta

বর্ণময় ক্যারিয়ারের ইতি টানলেন ইব্রাহিমোভিচ

জ¬াতন ইব্রাহিমোভিচের বয়স ৪১ পূর্ণ হয়েছে অনেক আগেই। সবাইকেই একটা সময় থামতে হয়। ২৪ বছরের পেশাদার ক্যারিয়ার ইতি টানলেন সুইডিশ এই তারকা। অথচ কয়েক দিন আগেই বলেছিলেন, ‘এখনই অবসর নয়।’ অবশেষে নিজের ভাবনা দ্রুত পাল্টে হুট করেই পথচলা থামানোর ঘোষণা দিলেন তিনি।
এসি মিলানের সাথে এই মৌসুম চুক্তি শেষ ইব্রাহিমোভিচের। ইনজুরিতে ভুগতে থাকা পুরো মৌসুম শেষে সেই মেয়াদ আর বাড়ছে না। নতুন ঠিকানার খুঁজে থাকলেও শেষ পর্যন্ত মৌসুমে মিলানের শেষ ম্যাচ দিয়ে গত পরশু ইতি টানলেন পেশাদার ক্যারিয়ারের।
স্বদেশী ক্লাব মালমে এফএফ দিয়ে তার পথচলা শুরু হয় সেই ১৯৯৯ সালে। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এলএ গ্যালাক্সিতে। আবার ২০১৯ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় ছয় মাসের চুক্তিতে মিলানে। গত মৌসুমে সিরি ‘আ’ শিরোপা জয়ে এসি মিলানের হয়ে অবদান রাখেন ইব্রাহিমোভিচ।
দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে ৯৮৮ ম্যাচে ৫৭৩ গোল করেছেন তিনি। ট্রফি জিতেছেন ৩২টি। তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাননি কখনো। ২০১৬ সালে ইউরোর পর জাতীয় দলকে বিদায় জানানো ইব্রাহিমোভিচ ৬২ গোল করে সুইডেনের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও।