Naya Diganta

ঝালকাঠিতে সৎ বাবার বিরুদ্ধে যুবক হত্যার অভিযোগ

ঝালকাঠিতে সৎ বাবার বিরুদ্ধে মহিউদ্দিন মিতুল (১৮) নামে এক যুবককে নির্যাতনের পর গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার বিচারের দাবিতে নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আজ সোমবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, মিতুলের বাবা মারা যাওয়ার পর মা নাসির হোসেন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। মিতুল শহরের কলেজ রোডের একটি ওয়ার্কশপে শ্রমিকের কাজ করতো। পৌর এলাকার কৃষ্ণকাঠি ব্রিজ-সংলগ্ন আমির আলী হাওলাদারের ভাড়া বাড়িতে মা ও সৎ বাবার সাথে থাকত মিতুল। গত শনিবার দুপুরে বাসায় মিতুলকে নির্যাতনের পর গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে তার সৎ বাবার বিরুদ্ধে। এ কাজে তার মা সহযোগিতা করেছে বলে নিহতের দাদি রোকেয়া বেগম ও ফুফাত বোন তানজিলা আক্তার তোফা অভিযোগ করেন। পুলিশ ঘরের ভেতরে জানালার গ্রিলের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

তবে নিহতের মা তাসলিমা বেগম বলেন, তার ছেলে মিতুল মোবাইল কেনার জন্য টাকা না পেয়ে আত্মহত্যা করেছে।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, লাশের সুরতহাল ও ময়নতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।