Naya Diganta
জানা-অজানা

টাইগার ফিশ এক ধরনের পাখিখেকো

জানা-অজানা

ছোট্ট বন্ধুরা,
তোমরা আফ্রিকার টাইগার ফিশ সম্পর্কে ইতোমধ্যেই জেনেছ, তাই না? এ মাছ দেখতে দারুণ সুন্দর। সবাই পছন্দ করে। বাংলায় একে বাঘমাছ বা বাঘা মাছ বলা যেতে পারে। এ মাছ আফ্রিকা মহাদেশের স্বাদুপানির মাছের সবচেয়ে বিস্ময়কর প্রজাতির একটি। মাছটির লেজ গাঢ় নীল রঙের।
তোমরা হয়তো শুনে থাকবে আমাদের গ্রহে বেশ কয়েক প্রজাতির পাখিখেকো মাছ আছে। পাখিখেকো মাছ মানে যে মাছ পাখিও খায়। টাইগার ফিশও এক ধরনের পাখিখেকো।
পাখিখেকো মাছ পানিতে নামা বা কোনো জলাশয়ের কিনারে বসে থাকা ছোট পাখি শিকার করতে পারে। তোমরা শুনে হয়তো অবাক হবে যে, আফ্রিকার টাইগার ফিশ (বাঘমাছ) স্বাদুপানি-ঘেঁষে উড়ে যাওয়া পাখিও শিকার করতে পারে। সম্প্রতি গবেষকেরা প্রমাণ পেয়েছেন, স্বাদুপানির এ মাছ পানি থেকে শূন্যে লাফিয়ে উঠে পাখি ধরে খায়। এবার ছবি দেখো।