Naya Diganta

জাহিদ হোসেনের ‘আজান’-এ নিপুণ

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ও প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত ‘মাতৃত্ব’ সিনেমাটি। সেই আলোচিত, মেধাবী পরিচালক এবার চিত্রনায়িকা নিপুণকে নিয়ে নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘আজান’। আজান চলচ্চিত্রের কাহিনী এমন যে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরবর্তীতে ১৯৭৫ সালে দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিক্রিয়ায় সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব পড়েছিল, তা তুলে ধরা হয়েছে। গ্রামের দলিত মানুষ এবং স্বাধীনতার সপক্ষদেরকে অপরাজনীতি আর অপসংস্কৃতির কবলে পরে, কি নিদারুণ কঠিন জীবনযাপন করতে হয়েছে সেটিই তুলে ধরা হয়েছে। জাহিদ হোসেনের পরিচালনায় নিপুণ এই সিনেমায় এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘নিপুণ একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী। নিপুণ যে চরিত্রটিতে অভিনয় করেছেন তা ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। চরিত্রের ভেতরে প্রবেশ করে নিপুণ দুর্দান্ত অভিনয় করেছেন। যে কারণে সিনেমাটি নিয়ে আমি আরো বেশি আশাবাদী হয়ে উঠেছি।