Naya Diganta

হার্ভার্ডে পড়তে গিয়ে শিক্ষিকাকে কুরআন উপহার দিলেন রিজওয়ান

হার্ভার্ড বিজনেস স্কুলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সময়টা ভালোই কাটছে। নতুন জায়গায় নতুন মানুষদের সাথে নতুন অভিজ্ঞতা পাচ্ছেন তারা। যা জানাতে শনিবার ইনস্টাগ্রামে বাবর লিখেছিলেন, ‘বিশ্বকে বদলে দিতে বদ্ধপরিকর কিছু মানুষের সাথে দেখা।’

সবার কাছ থেকে যেমন শিখছেন, তেমনি নিজেদের শিক্ষাটাও অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন বাবর-রিজওয়ান। সেই ধারাবাহিকতায় প্রোগ্রামের শেষ দিনে এক শিক্ষিকাকে পবিত্র কুরআন শরিফ উপহার দিয়েছেন রিজওয়ান।

ব্যবসায় শিক্ষার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হার্ভার্ড বিজনেস স্কুলের ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রামে অংশ নিয়েছিলেন বাবর-রিজওয়ান। সেজন্য ৩১ মে থেকে ৩ জুন যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত এইচবিএসের ক্যাম্পাসে ছিলেন তারা।

পাকিস্তানের জিও টিভির অনলাইন সংস্করণের খবর বলছে, এর আগে কোনো ক্রিকেটার হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নেননি। বাবর-রিজওয়ানই এক্ষেত্রে প্রথম।

প্রোগ্রামে দুজন ক্রিকেটার থাকায় স্বাভাবিকভাবে ক্রিকেটের প্রতি প্রোগ্রামের অন্য শিক্ষার্থীদের আগ্রহ জাগাটাই স্বাভাবিক। বাবর-রিজওয়ানও সেই সুযোগটা নিয়েছেন। কোর্সের অন্য শিক্ষার্থীদের ক্রিকেট খেলার প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টাও করেছেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার।

এর আগে বিভিন্ন দেশে সফরে গিয়েও এই উইকেটকিপার ব্যাটসম্যানকে বিভিন্ন মসজিদে ইসলামিক বক্তৃতা দিতে দেখা গেছে। এদিকে বাবর-রিজওয়ানদের এক সহপাঠী ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘পরবর্তীকালের ক্যারিয়ার আমি ক্রিকেটে খুঁজে নিয়েছি।’

গত মে মাসে নিউজিল্যান্ড সিরিজ শেষে আপাতত পাকিস্তান ক্রিকেট দলের কোনো খেলা নেই। বাবরদের পরের সিরিজ আগামী জুলাইয়ে, শ্রীলংকার বিপক্ষে। মাঝের এই সময়টায় হার্ভার্ড বিজনেস স্কুলে কোর্স শেষ করবেন বাবর ও রিজওয়ান। আগামী ১৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তারা।