Naya Diganta

কয়টি দেশে খেজুর রফতানি করে সৌদি, আমদানিতে শীর্ষে কারা?

চলতি বছর প্রথম দফায় অন্তত ৫৬৬ মিলিয়ন রিয়ালের খেজুর রফতানি করেছে সৌদি আরব। যা ২০২২ সালের প্রথম দফার তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি।

দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরব অন্তত ১১১টি দেশে খেজুর রফতানি করে। এরমধ্যে ৬টি দেশ সৌদি থেকে সবচেয়ে বেশি খেজুর আমদানি করে।

এসপিএ সংক্ষিপ্ত তালিকায় ওই ৬টি দেশের নাম প্রকাশ করেছে। যথাক্রমে সেগুলো হলো- চীন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, তুরস্ক, রাশিয়া ও কানাডা।

এর আগে সৌদির জাতীয় খেজুর কেন্দ্র থেকে জানানো হয়েছিল, ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত খেজুর রফতানি ১২১ গুণ বৃদ্ধি পেয়েছে।

সৌদি আরবের খেজুর সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়। এ কারণে দিন দিন এর চাহিদা বাড়ছে।