Naya Diganta

মুন্সীগঞ্জের পদ্মায় গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়ায় ঘুরতে গিয়ে গোসলে নেমে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবরি দল। তারা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে।

হবিগঞ্জ জেলার লাখাই থানার সাজন গ্রামের বাসিন্দা সব্যসাচী সৌম্যের (২৯) লাশ উদ্ধার করে শুক্রবার বিকেলে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে রাজধানীর ভাটারা থানার বাসিন্দা নিখোঁজ নূরুল হক নাফিউকে (২৪) উদ্ধারে অভিযান চলছে।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ডা: আব্দুল আউয়াল জানান, ইউনিভার্সিটির চার ছাত্র ও একজন ড্রাইভারসহ মোট পাঁচজন স্পিডবোটযোগে পদ্মা সেতুর ১৬ নম্বর পিয়ারের পাশের চরে ঘুরতে আসে। তারা গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়। বর্তমানে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুব হোসেন জানান, শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা থেকে পদ্মাপাড়ে ঘুরতে যান ইউনিভার্সিটির চার শিক্ষার্থী। স্পিডবোটে পদ্মা সেতুর ১৬ নম্বর পিয়ারের পাশের চরে ঘুরতে যান তারা। এ সময় পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে যান দুই শিক্ষার্থী।

লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। এছাড়া প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধারে তল্লাশী চালাচ্ছে।

সূত্র : বাসস