Naya Diganta

লিড নিয়েও বসুন্ধরাকে হারাতে পারেনি মোহামেডান

অনেকটাই সুলেমানে দিয়াবাতের ওপর ভর করে ফেডারেশন কাপের ফাইনাল জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। হলুদ কার্ডের কারণে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলেননি মালির স্ট্রাইকার। তার অনুপস্থিতিতে শুরুতে আগে গোল করে সাদা-কালোরা অন্য রকম ইঙ্গিত দিয়েছিল। তবে বসুন্ধরা পরিস্থিতি সামলে দুই গোল করে ম্যাচে দারুণভাবে লিড নেয়। শেষের দিকে ১০ জনের দল হয়ে ওঠা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে লিগে ১৬তম জয় তুলে নিয়েছে অস্কার ব্রুজনের দল।
বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচ ঘড়ির ২ মিনিটে মোহামেডান আগে গোল করে চমক দেখায়। সাদা-কালোদের প্রতি আক্রমণনির্ভর খেলার বিপরীতে বসুন্ধরা পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে সময় বেশি সময় নেয়নি। জাতীয় দলে প্রথম সুযোগ পাওয়া তরুণ শেখ মোরছালিন দারুণ খেলেছেন। বিরতির আগে দুই গোল করে সাদা-কালোদের টপকে যায় রবিনিয়ো-মিগেলরা।

৭৮ মিনিটে রবিনিয়োর শট পোস্টের পাশ দিয়ে যায়। ৮৫ মিনিটে মোহামেডান ১০ জনের দলে পরিণত। মিগেলকে ফাউল করলে মুজাফফরাভকে লাল কার্ড দেখান রেফারি। তবে ১০ জনের মোহামেডানের বিপক্ষে বসুন্ধরা পারেনি আর গোল ব্যবধান বাড়াতে।
বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ১৬ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। মোহামেডান এক ম্যাচ কম খেলে ষষ্ঠ হারে আগের ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থেকে পাঁচে শেখ রাসেল।