Naya Diganta

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু, স্বজনদের হামলা

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু, স্বজনদের হামলা

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে আব্দুল হাদী (২১) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এতে নিহতের স্বজনরা স্থানীয় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়েছে।

শুক্রবার (২ জুন) সকালে উপজেলা সদরের কোর্ট মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল হাদী পাশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শাখচুড়া গ্রামের ফরজুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে উপজেলা সদরের কোর্ট মসজিদের এলাকায় কাজ করতে বিদ্যুতের লাইনের খুঁটিতে উঠেন লাইনম্যান আব্দুল হাদী। কিন্তু ওই বিদ্যুৎ লাইনটি বন্ধ থাকার কথা থাকলেও অজ্ঞাত কারণে বিদ্যুৎ লাইনটি চালু ছিল। আব্দুল হাদী বিদ্যুতের তারে হাত দেয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলতে থাকেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ লাইন বন্ধ করে তাকে উদ্ধারের পর হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে নিহতের বাড়ির লোকজন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর উপকেন্দ্রে ভাঙচুর করার চেষ্টা করে। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।