Naya Diganta

গোপালদী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা।

আড়াইহাজার গোপালদী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী তানভীর হোসেনের বাড়ি ও পাওয়ারলুম কারখানায় হামলার অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি আওয়ামী লীগ প্রার্থী হালিম সিকদারের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেন।

তানভীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালদী পৌর সভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হালিম সিকদার নিজে ৩০০-৫০০ লোকসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে আমার কারখানা, এরপর বাড়িতে হামলা করেন। এই সময় বাধা দিতে গিয়ে আমার তিনজন কর্মী আহত হয়। আহতরা হলেন নুর মোহাম্মদ (২৫), ইয়াকুব (২০) ও বায়জিদ (২০)। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

এই ব্যাপারে মেয়র প্রার্থী হালিম সিকদার বলেন, আমরা হামলা করিনি। মিছিল করেছি।

রিটানিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।