Naya Diganta

বাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিসভা

২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অনুমোদনের জন্য বৈঠকে বসেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বাজেট প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সই করবেন।

এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আজ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষণা করবেন দেশের ৫২তম বাজেট। ইতোমধ্যেই বাজেটের সারসংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবিত বাজেটে কৃচ্ছ্রতা সাধন নীতি অব্যাহত রেখেছে সরকার।