Naya Diganta

নারী ইমার্জিং এশিয়া কাপে আম্পায়ার জেসি, শুভেচ্ছা জানিয়েছেন সাকিব

নারী ইমার্জিং এশিয়া কাপে থাকবেন সাথিরা জাকির জেসি। তবে ক্রিকেটার কিংবা কোচ নয়, আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশ নারী দলের সাবেক এই ক্রিকেটারকে। বিষয়টি নিশ্চিত করেছেম জেসি নিজেই।

আগামী ১০ জুন থেকে হংকংয়ে শুরু হচ্ছে নারী ইমার্জিং এশিয়া কাপ। এবারের আসরে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন তিনি। এর আগে কোনো নারী ক্রিকেটারকে আম্পায়ারিংয়ে দেখা যায়নি।

গতকাল (বুধবার) মিরপুর শেরে-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন জেসি। দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করতে পারায় ধন্যবাদ জানান বিসিবি সভাপতি ও আম্পায়ারস কমিটির চেয়ারম্যানকে।

এই সময় জেসি বলেন, আইসিসির সব ইভেন্টে সব দেশের নারী আম্পায়ার আছে। সেখানে আমরা পিছিয়ে ছিলাম। গত এশিয়া কাপ বাংলাদেশে হলো, তখন বিসিবিও মিস করেছে, আমরাও মিস করেছি যে- আমাদের কোনো নারী আম্পায়ার নেই। সেখান থেকেই আমাদের লক্ষ্য ছিল আমরা যে কঠোর পরিশ্রম করি। বিসিবিও আমাদের তৈরি করেছে।’

তবে আম্পায়ারিংয়ে এখনো স্বয়ংসম্পূর্ণ নন জেসি, ছাত্র জীবন পাড়ি দিচ্ছেন তিনি। এখনো শিখে চলছেন দাবি করে জেসি বলেন, 'গত এক দেড় বছরে প্রায় ৫০-৬০টার বেশি ম্যাচ পরিচালনা করেছি। ১১-১২টা লঙ্গার ভার্সন ম্যাচ পরিচালনা করেছি। শুধু এশিয়া কাপে গেলেই হবে না ভালো করে জানতে হবে। এজন্য আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাদের নিয়মিত ক্লাস করানো হচ্ছে।’

এই সময় ইমার্জিং এশিয়া কাপে প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে সুযোগ পাওয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শুভেচ্ছাবার্তা পেয়েছেন বলে জানান জেসি। এই প্রসঙ্গে জেসি বলেন, ‘আমরা সবাই যে গ্রুপে আছি সেখানে সাকিবও আছে। সাকিবও উইশ করেছে। যদিও আলাদাভাবে আমাদের কথা হয়নি।'