Naya Diganta

তুরস্ক লিগের ২৩তম শিরোপা গ্যালাতাসারের

তুরস্ক লিগে ২৩তম শিরোপা জয় করেছে গ্যালাতাসারে। আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির জোড়া গোলে আঙ্কারাগুকুকে ৪-১ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ৮২ পয়েন্ট নিয়ে ইস্তাম্বুলের ক্লাবটির শিরোপা নিশ্চিত হয়। পুরো মৌসুমে ইকার্দির গোল সংখ্যা হলো ২১টি। দ্বিতীয় স্থানে থাকা চির প্রতিদ্বন্দ্বী ফেনারবাচের সংগ্রহ ৭৭ পয়েন্ট। ২০১৯ সালে সর্বশেষ লিগ শিরোপা জয় করেছিল গ্যালাতাসারে। গত মৌসুমে ইতিহাসের সবচেয়ে হতাশাজনক পারফরমেন্সে ১৩তম স্থানে থেকে লিগ শেষ করেছিল টার্কিশ জায়ান্টরা।
২০১৪ সালের পর থেকে শিরোপা জেতা হয়নি ফেনারবাচের। আগামী রোববার বহুল প্রত্যাশিত ডার্বিতে মৌসুমের শেষ ম্যাচে ফেনারবাচের বিপক্ষে ম্যাচ শেষেই শিরোপা উদযাপন করবে ওকান বুরুকের দল।