Naya Diganta

প্রশ্নোত্তর

প্রশ্ন : ১. আমার বাবা একটি কলেজে চাকরি করেন। এর পাশাপাশি কলেজের সময়ের বাইরে একটি কেজি স্কুলেও শিক্ষকতা করেন। আমি একজনকে বলতে শুনেছি- একই সাথে দু’টি প্রতিষ্ঠানে চাকরি করা নাকি বেআইনি। এই কথাটির সত্যতা কতটুকু? আমার বাবা কি একই সাথে দু’টি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন? এতে বেতন কি হালাল হবে? ২. আমার বাবা যে কলেজে চাকরি করেন সেখানে তিনি তার ক্লাস নিয়েই চলে আসেন; কিন্তু মূলত অফিস টাইম আরো বেশি, যদিও কেউই এটি মান্য করে না। প্রায় সবাই চলে যান নির্ধারিত সময়ের আগেই। কর্তৃপক্ষ থেকে শিথিলতা রয়েছে। এমতাবস্থায় আমার বাবার কি এতে ভুল হচ্ছে? তার বেতন কি হালাল হচ্ছে? যদি হারাম হয় তবে ছেলে হিসেবে আমার করণীয় কী?
উত্তর : কলেজ কর্তৃপক্ষ থেকে বা সরকার থেকে যদি এমন নিয়ম থাকে যে, এই কলেজে শিক্ষকতা করা অবস্থায় অন্য কোথাও শিক্ষকতা করতে পারবে না তাহলে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ হবে না। অফিস টাইম পুরো করেই তার আসা উচিত। আগে চলে আসা ঠিক নয়। পিতার থেকে ইসলামবিরোধী কিছু প্রকাশ পেলে সন্তানের উচিত সাধ্যমতো তাকে বোঝানো।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট