Naya Diganta
জানা-অজানা

চুল আঁচড়ানো

জানা-অজানা

ছোট্ট বন্ধুরা,
তোমরা ভালো করেই জানো, চুল আঁচড়ানো একটি ভালো অভ্যাস। এতে কী হয়? চুল পরিপাটি হয়, সুন্দর দেখায়। আর এতে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে। প্রতিদিন কয়বার চুল আঁচড়াতে হয়? দু’ থেকে তিন বার।
চুল আঁচড়ানোর জন্য প্রত্যেকের আলাদা চিরুনি থাকা দরকার। এতে একজনের খুশকি বা অন্যান্য রোগ অন্যজনের মাথায় বা চুলে সংক্রমিত হবে না। বিভিন্ন ধরনের চিরুনির ব্যবহার রয়েছে।
এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।