Naya Diganta

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী : ফরিদপুরে বিএনপি ও যুবদলের বিশাল শোক র‌্যালি

মরহুম রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিশাল শোক র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের মুজিব সড়কে কোর্ট চত্বরের কাছ থেকে জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে এ শোক র‌্যালি বের করা হয়। বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, তাতীদল ও জাসাসের নেতাকর্মীরা এতে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলপুকুর মার্কেটের সামনে পৌঁছে শোক সভা করে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু। এ সময় তিনি বলেন, শহীদ জিয়া মহান স্বাধীনতা সংগ্রামের ঘোষণা না দিলে আজ আমরা স্বাধীন দেশ পেতাম কিনা সন্দেহ। আগামী দিনে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির হাত ধরেই দেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে ইনশাআল্লাহ।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আক্তার টুটুল, যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম তুহিন, মহিলা দলের নেত্রী বিলকিস ইসলাম, জেলা তাতী দলের সদস্য সচিব শাহেদা বেগম, স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান হাফিজ প্রমুখ।

বক্তাগণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।