Naya Diganta

দেশে আরো ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ১০৮ জন ঢাকা মহানগর, একজন নারায়নগঞ্জ, একজন জামালপুর, একজন রাজশাহী, একজন রংপুর এবং দু’জন সিলেট জেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২৯ হাজার ৪৪৬ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে এক হাজার ৮২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ছয় হাজার ২৪৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

সূত্র : বাসস