Naya Diganta

মেক্সিকো পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন নিহত

মেক্সিকো পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন নিহত

মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি মহাসড়কে সোমবার পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালালে সেখানে সংঘর্ষ বাঁধে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি গেরার্দো পালাসিওস লিখেছেন, তিনটি সাঁজোয়া ট্রাকে করে যাওয়ার সময় একটি সন্ত্রাসী গ্রুপ বেসামরিক বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালায়।

তিনি আরো বলেন, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে সেখানে সন্দেহভাজন ১০ অপরাধী নিহত হয়। এ সংঘর্ষে চার কর্মকর্তা আহত হয়েছে।

নুয়েভো লিওন ও তামাউলিপাস রাজ্যের মধ্যবর্তী একটি মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এ অঞ্চল সংঘবদ্ধ অপরাধ সংশ্লিষ্ট সহিংসতায় জর্জরিত।

মেক্সিকোতে ২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে ও প্রায় এক লাখ নিখোঁজ রয়েছে।
সূত্র : বাসস