Naya Diganta

শিরোপা ধরে রাখল বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগায় শিরোপা জয়ের উৎসবের অপেক্ষায় ছিল বরুশিয়া ডর্টমুন্ড। ১১ বছর পর গত পরশু শঙ্কা নিয়ে মাঠে নেমেছিল দলটি। শঙ্কা শেষ পর্যন্ত শঙ্কায় হয়ে রইল। উৎসবে মাতা হলো না লিগের শেষ ম্যাচে ড্র করে। ২০০১ সালে লিগের শেষ ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে ড্র করে শালকের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হয়েছিল বাভারিয়ানরা। এবারো বরুশিয়ার স্বপ্ন ভেঙে দিলো জামাল মুসিয়ালার শেষ মুহূর্তের গোলে কোলনকে ২-১ গোলে হারিয়ে। অপর দিকে ঘরের মাঠে ২-০ গোলে পিছিয়ে দুর্দান্ত লড়াই করে ২-২ গোলে ড্র করে বরুশিয়া। জিতলে নিশ্চিত নিশ্চিত হতো দলটির। কিন্তু এই ড্রতে শিরোপা বঞ্চিত হতে হয়েছে বরুশিয়াকে। মৌসুম শেষে চির প্রতিদ্বন্দ্বী বরুশিয়ার সাথে সমান ৭১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা ধরে রাখত বাভারিয়ানরা।