Naya Diganta

নেদারল্যান্ডসে ১,৫০০ পরিবেশকর্মী গ্রেফতার

নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা এক্সটিংশন রিবিলিয়ন জলবায়ু গ্রুপের। গত শনিবার হেগে বিক্ষোভের সময় তাদের গ্রেফতার করা হয়। ডাচ পুলিশ এই তথ্য জানিয়েছে। জীবাশ্ম জ্বালানিতে ডাচ সরকারের ভর্তুকির প্রতিবাদে পরিবেশ কর্মীরা শহরের প্রধান সড়কের বন্ধ করে দেয়। এ সময়ে পানিকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং এক হাজার ৫৭৯ জন কর্মীকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে।