Naya Diganta

বন্ধ হচ্ছে ইউটিউব স্টোরিজ

আগামী ২৬ জুন থেকে ব্যবহারকারীদের নতুন ইউটিউব স্টোরি বানানোর সুবিধা বন্ধ হয়ে যাবে। আর এই তারিখের আগের পোস্টগুলোও আপলোড করার সাত দিন পরই নিশ্চিহ্ন হয়ে যাবে। ২০১৭ সালের শেষে প্রথম এই ভিডিও ফরম্যাট নিয়ে পরীক্ষা চালানোর বিষয়টি জানায় ইউটিউব। প্রাথমিকভাবে ইউটিউব স্টোরিজকে ডাকা হতো ‘রিলস’ হিসেবে। পরবর্তীতে আরো বিস্তৃত পরিসরে রিলস ফিচারটি চালু করে ইউটিউব।
ইউটিউবে একই সাথে স্টোরিজ ও টিকটকের মতো ‘শর্টস’ থাকার প্রয়োজনীয়তা নেই। আর, শর্টস ফিচারটি এখনই প্ল্যাটফর্মটি থেকে বিদায় নেয়ার কোনো সম্ভাবনা নেই। এখন নিজস্ব দর্শকদের সাথে বিভিন্ন আপডেট দ্রুত শেয়ার করতে প্ল্যাটফর্মের কমিউনিটি পোস্ট ব্যবহার করতে পারবেন কনটেন্ট নির্মাতারা।