Naya Diganta

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন : দ্বিতীয় দফার ভোট গণনা চলছে

রজব তাইয়্যেব এরদোগান ও কামাল কিলিচদারোগ্লু

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গণনা চলছে। প্রথম দফায় কেউ নিয়ম অনুসারে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করতে হয়।

রোববার (২৮ মে) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৫টায়।

ফলাফল প্রকাশে গণমাধ্যমের প্রতি নিষেধাজ্ঞা থাকায় এখন পর্যন্ত তেমন কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

দ্বিতীয় দফায় দুই প্রত্দ্বিন্দ্বী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও প্রধান বিরোধী নেতা কামাল কিলিচদারোগ্লু।

গত ১৪ মে অনুষ্ঠিত হওয়া প্রথম দফার ভোটে এরদোগান পান ৪৯.৫২ শতাংশ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু পান ৪৪.৮৮ শতাংশ ভোট।

ওই ধাপে তৃতীয় হয়েছিলেন সিনান ওগান। তিনি পান ৫.১৭ শতাংশ ভোট। এ ধাপে অবশ্য তিনি এরদোগানকে সমর্থন জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্যমতে, দেশটির ৬ কোটি ৪০ লাখ বৈধ ভোটারের মধ্যে প্রথম ধাপে ৪৪.৮৪ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।

সূত্র : আলজাজিরা