Naya Diganta

ভূমধ্যসাগরে নিখোঁজ ৫০০ অভিবাসী বহনকারী নৌকা

ভূমধ্যসাগরে নিখোঁজ ৫০০ অভিবাসী বহনকারী নৌকা

লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা ৫০০ অভিবাসী বহনকারী একটি নৌকা মধ্য ভূমধ্যসাগরে হারিয়ে গেছে। শুক্রবার উদ্বাস্তু জাহাজ থেকে কল করে অ্যালার্ম ফোন নামে একটি গ্রুপ এ খবর জানিয়েছে।

শনিবার কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রুপটি শেয়ার করেছে, নিখোঁজ হওয়া নৌকাটিতে কমপক্ষে একটি নবজাতক শিশু এবং গর্ভবতী নারী ছিল।

অন্যান্য গোষ্ঠী নৌকার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, নৌকাটি লিবিয়ার বেনগাজি বন্দর থেকে ২০০ মাইল উত্তরে এবং মাল্টা এবং ইতালির সিসিলি দ্বীপ থেকে ২৫০ মাইল দূরে সাগরের মধ্যে বিকল ইঞ্জিন নিয়ে পড়ে ছিল।

জাতিসঙ্ঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এক টুইটার পোস্টে বলেছেন, নিখোঁজ ৫০০ অভিবাসীকে লিবিয়ায় ফিরিয়ে আনা হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর