Naya Diganta

আইপিএলে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি

আইপিএলে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি।

প্রায় দু’মাসের প্রতিযোগিতা শেষ হবে রোববার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে মোট পুরস্কারমূল্য ৪৬ কোটি ৫০ লাখ রুপি। চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি।

২০০৮ সালে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য ছিল চার কোটি ৮০ লাখ রুপির পুরস্কার। রানারআপ পেয়েছিল দুই কোটি ৪০ লাখ রুপি। গত বছর চ্যাম্পিয়ন হয়ে গুজরাট পেয়েছিল ২০ কোটি রুপি এবং রানারআপ রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি রুপি। এবারো একই পরিমাণ আর্থিক পুরস্কার থাকছে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য।

আর্থিক পুরস্কার রয়েছে প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও। তৃতীয় স্থানে শেষ করা মুম্বাই ইন্ডিয়ান্স পাবে সাত কোটি ও চতুর্থ লখনউ সুপার জায়ান্টস পাবে ছয় কোটি ৫০ লাখ রুপি। বাকি দলগুলোর জন্য কোনো আর্থিক পুরস্কার থাকছে না।

রয়েছে আরো কিছু পুরস্কার। ব্যক্তিগত সাফল্যের জন্য যেগুলো পাবে ক্রিকেটাররা। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রহকারী অরেঞ্জ ক্যাপের সাথে পাবেন পাবেন ১৫ লাখ রুপি। সর্বোচ্চ উইকেট শিকারি বেগুনি রঙের ক্যাপের সাথে পাবেন ১৫ লাখ রুপি। তাদের থেকে বেশি আর্থিক পুরস্কার পাবে আইপিএলের সব থেকে সম্ভাবনাময় ক্রিকেটার। তাকে দেয়া হবে ২০ লাখ রুপি।

প্রতিযোগিতার সব থেকে মূল্যবান ক্রিকেটার পাবেন ১২ লাখ রুপি। মৌসুমের সেরা পাওয়ার প্লেয়ারকে দেয়া হবে ১৫ লাখ এবং বছরের সেরা গেম চেঞ্জার ক্রিকেটার পাবে ১২ লাখ রুপি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা