Naya Diganta

ফরিদপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

ফরিদপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

ফরিদপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলার মোটরসাইকেল চোরচক্রের চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ফরিদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো: রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তা এলাকা থেকে আন্তঃজেলার মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় চুরি করা দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন আব্দুল্লাহ শেখ, মো: সুমন মোল্যা, মো: নাইমুর রহমান নাইম ও মো: ওহিদুর রহমান। তাদের প্রত্যেকের বাড়ি বোয়ালমারীর চতুল ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

উদ্ধার করা চোরাই মোটরসাইকেলের একটি কালো রঙের পালসার ও অন্যটি লাল রঙের ডিসকভার।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, আসামিরা বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করে। গ্রেফতার আসামিরা চুরি করা মোটরসাইকেল তাদের হেফাজতে রেখে ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে বেশি দামে বিক্রি করে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো: ইমানুর হোসেনবোয়ালমারী থানায় ধারা-৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোড-এ মামলা রুজু করেছেন। সূত্র : ইউএনবি