Naya Diganta

মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়া জয়ী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইউনয়িন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো: সেলিম মিয়া দুই হাজার ৬৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাকড়াবুনিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ভোট কেন্দ্রের ইভিএম এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মোস্তফা কামাল বেসরকারিভাবে মো: সেলিম মিয়ার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম মিয়া এর আগে ২০০২ সালে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সদস্য বহিস্কৃত সাধারন সম্পাদক মো: কামাল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ২৬৪ ভোট। এছাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম মাষ্টার নৌকা প্রতীকে এক হাজার ৫১০ ভোট পেয়েছেন।

ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার সাত হাজার ৬৭১ জন ও পুরুষ ভোটার সাত হাজার ৮৫৮ জন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৫৫ ভাগ। এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মো: মাহাবুব আলম স্বপন হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ফলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।