Naya Diganta

দেশে আরো ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ২৫ জন ঢাকা মহানগর, পাঁচজন নারায়ণগঞ্জ, একজন ময়মনসিংহ, একজন রাজশাহী এবং একজন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তবে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৪১ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জন অপরিবর্তিত রয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৭৯৩টি নমুনা সংগ্রহ ও ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৪ ভাগ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৩ ভাগ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬১২৮ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ ভাগ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

সূত্র : বাসস