Naya Diganta

বাখমুত দখলের পর রাশিয়ানদের উদযাপন

বাখমুত দখলের পর রাশিয়ানদের উদযাপন।

রাশিয়ার পক্ষে যুদ্ধরত ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ শনিবার ইউক্রেনের শহর বাখমুত দখল করে নিয়েছে বলে দাবি করেছে। আর এ দখল ঘিরে রাশিয়া জুড়ে চলছে উদযাপন। তবে বাখমুত দখলের কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, বাখমুত দখলের দাবিকে অভিনন্দন জানিয়ে পুরস্কারের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ দখল নিয়ে সাবেক সাংবাদিক ও মস্কোর রাজনীতিবিদ আন্দ্রে মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘এটি একটি বিজয়। এটি মূল বিজয়কে কাছাকাছি নিয়ে এসেছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের এখনো যে পথটি যেতে হবে তা দীর্ঘ ও কঠিন। আমাদের এখনো অনেক কিছু অতিক্রম করতে হবে। অন্ধকার-হতাশা ও অবিশ্বাসের দিন থাকবে। তবে এ দিনগুলোতে আমরা কেবল বাখমুতকে স্মরণ করতে পারি... এটি রাশিয়ান সৈন্যের গৌরবের বিষয়।’

ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোজিন আগেই বলেছিলেন, তার সৈন্যরা শেষ পর্যন্ত শহরের অভ্যন্তরে সর্বশেষ এলাকা থেকে ইউক্রেনীয়দের সরিয়ে দিয়েছে। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই দাবি সামনে আনে।

তবে জেলেনস্কি বলেছেন, গত আগস্ট মাসের পর থেকে কোনো শহর দখলের জন্য সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা আর রক্তক্ষয়ী এ লড়াইয়ের পরেও এখন পর্যন্ত শহরটি রাশিয়া দখল করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আণবিক বোমা হামলার শিকার হিরোশিমা শহরের সাথে বাখমুতকে তুলনা করে জেলেনস্কি প্রতিশ্রুতি দিয়েছেন, হিরোশিমার মতো করেই তার দেশ পুনর্গঠন করা হবে।
সূত্র : আল-জাজিরা