Naya Diganta

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে হাউজিং কেলেঙ্কারিতে ‘নির্দোষ’ ঘোষণা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে হাউজিং কেলেঙ্কারিতে ‘নির্দোষ’ ঘোষণা করেছে।

শনিবার ন্যাব এ ঘোষণা দেয়। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাব জানায়, শাহবাজ শরিফের বিরুদ্ধে প্রকল্পের চুক্তিতে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ন্যাব দুর্নীতিবিরোধী সংস্থার প্রতিবেদনের উপসংহার উল্লেখ করে জানায়, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে কোষাগারের কোনো ক্ষতি হয়নি।

উল্লেখ্য, এর আগে হাউজিং কেলেঙ্কারি এই মামলায় ২০১৮ সালে গ্রেফতার হন শাহবাজ শরিফ। ১ হাজার ৪০০ কোটি রূপি দুর্নীতির অভিযোগে ওই বছরের ৫ অক্টোবর তাকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

শাহবাজের বিরুদ্ধে অভিযোগ ছিল, পাঞ্জাব প্রদেশের ক্ষমতায় থাকাকালীন সময়ে আইন ভেঙে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেন তিনি। এটা আশিয়ানা হাউজিং কেলেঙ্কারি নামে পরিচিতি পায়।
সূত্র : জিও নিউজ