Naya Diganta

মসজিদে নববীতে প্রথমবারের মতো কাবার গিলাফের প্রদর্শনী

মসজিদে নববীতে প্রথমবারের মতো কাবার গিলাফের প্রদর্শনী

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে পবিত্র কাবা শরিফের গিলাফ ও অন্যান্য মূল্যবান বস্তুর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ প্রথমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে।

দর্শনার্থীরা এই প্রদর্শনীতে কাবার গিলাফের পাশাপাশি পবিত্র এ ঘর পরিচ্ছন্ন করার নানা সামগ্রীও দেখতে পারছেন। সাথে রয়েছে কাবায় ব্যবহৃত বহুমূল্য সুগন্ধি উদ, গোলাপ জল, ধূপ, গিলাফের বিভিন্ন টুকরো, ভেতরকার পর্দা, দরজার পর্দা, আলোকজজ্জায় ব্যবহৃত ‘কিনদিল’ (ফানুস) ও গিলাফ সেইলায়ের মেশিন ইত্যাদি।

এই প্রদর্শনীতে কাবার গিলাফ সেলাইয়েরও সৌভাগ্য অর্জন করতে পারছেন দর্শনার্থীরা।

প্রদর্শনীতে কাবাঘরের নানা অংশের সুন্দর সুন্দর ছবিও টাঙানো হয়েছে। যেমন- কাবার দরজা, চাবি, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি ইত্যাদি।

একইসাথে এখানে দেখানো হচ্ছে- কাবাগৃহের দলিলপত্র, দরজা ও পবিত্র দুই মসজিদের ঐতিহ্যবাহী নানা বস্তু নিয়ে বানানো বিশেষ ভিডিও চিত্র।

সূত্র জানাচ্ছে- এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো- মসজিদে নববী জেয়ারতকারীরা যেন কাবাঘরের ইতিহাস, পুনঃনির্মাণ, দেয়ালের ইতিহাস ও দরজার পরিবর্তন সম্পর্কে জানতে পারে।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি