Naya Diganta

প্রথমবারের মতো মধ্য এশিয়ার শীর্ষ সম্মেলনের আয়োজন করছে চীন

প্রথমবারের মতো মধ্য এশিয়ার শীর্ষ সম্মেলনের আয়োজন করছে চীন

রাশিয়ার আঙিনাখ্যাত পাঁচটি দেশে প্রভাব বৃদ্ধির উদ্দেশে মধ্য এশীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বেইজিং। চীনের কেন্দ্রীয় শহর জিয়ানে দু’দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের নেতারা অংশগ্রহণ করবে।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বৈঠকটি সমগ্র অঞ্চলের অর্থনীতির জন্য একটি বৈচিত্র্যময় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয়-মধ্য এশীয়-বিষয়ক কর্মকর্তা ইউ জুন মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সম্মেলনে নেতারা একটি সহযোগিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে মতামত বিনিময় করবেন। এ সময় বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও আশা করা যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, চীনের মধ্য এশিয়ার এ শীর্ষ সম্মেলন আয়োজন প্রমাণ করছে, প্রাচীন সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রভাবের পরিবর্তন আসছে। সেখানে রাশিয়ার প্রভাব কমে চীনের প্রভাব প্রতিষ্ঠিত হচ্ছে।

অক্সাস সোসাইটি ফর সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক ব্র্যাডলি জার্ডিন বলেছেন, মূলত এ অঞ্চলের অনেক সরকার রাশিয়ার ক্রমবর্ধমান লক্ষ্য নিয়ে সন্দেহে রয়েছে। এক্ষেত্রে চীন তাদের সার্বভৌমত্বের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করছে। সেজন্য চীনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

তবে কোনো কোনো বিশ্লেষক বলছেন, চীনের প্রভাব বৃদ্ধি পেলেও রাশিয়া গুরুত্বহীন হবে না।

সূত্র : আল জাজিরা