Naya Diganta

সুদানে সংঘাত : গোলাগুলিতে নিহত বিখ্যাত কণ্ঠশিল্পী

শাদেন গারদুদ

সুদানে বিরোধপূর্ণ সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার গোলাগুলিতে প্রাণ গেল দেশটির জনপ্রিয় কণ্ঠশিল্পী শাদেন গারদুদের।

শুক্রবার ওমদুরমান শহরে তিনি নিহত হন। এদিন ও পরদিন ওমদুরমান ও খার্তুমে দুই পক্ষের মধ্যে মারাত্মক লড়াই হয়।

যদিও রোববার সৌদি আরব বিবদমান দুইপক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার আগে বেসামরিক লোকদের রক্ষায় একটি চুক্তি হয়েছে।

গত ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে শুরু হওয়া লড়াই সবচেয়ে বেশি মারাত্মক হয়ে উঠে ওমদুরমান শহরে।

গারদুদ ওমদুরমান শহরের জাতীয় টেলিভিশন ও রেডিও ভবনের পার্শ্ববর্তী আল-হাশমাব এলাকায় বসবাস করতেন।

বিবিসি জানিয়েছে, গারদুদ তার এলাকায় শান্তি স্থাপন নিরাপত্তা রক্ষার ব্যাপারে কাজ করে যাচ্ছিলেন।

গারদুদের মৃত্যুর বিষয়টি তার ভাতিজা ফেসবুকে নিশ্চিত করার পর অনলাইন জুড়ে তার প্রতি শ্রদ্ধার বন্যা বয়ে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা